নওগাঁয় কিডনি পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ২২:২০
অনলাইন ডেস্ক
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে রাজশাহী সিআইডি’র একটি টিম কিডনি পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
৩ অক্টোবর (মঙ্গলবার) রাত পৌনে ১টায় এ সংক্রান্ত মামলার আসামি উপজেলার ঈশ্বরপুর গ্রামের কছিম উদ্দিনের পুত্র নবিবুর রহমান হুদুকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কোকিল গ্রামের মোক্তার আলীর স্ত্রী রেহেনা পারভীন ওরফে হেনাকে গ্রেপ্তার করে পুলিশ।
এই চক্র কৌশলে শিশুদের ডেকে নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করে। গ্রুপ ম্যাচিং হলে তাদের অপহরণ করা হয়। পরে কিডনিসহ শিশুদের দেহের অন্যান্য অঙ্গ মোটা অংকের টাকার বিনিময়ে ভারতের বিভিন্ন হাসপাতালে পাচার করে থাকে।