বাড়িওয়ালি হত্যা: নিরাপত্তাকর্মীর ফাঁসি, ভাড়াটের যাবজ্জীবন
প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ২১:৩৪
রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মাকে হত্যার দায়ে তাদের বাড়ির নিরাপত্তাকর্মীর ফাঁসি ও এক ভাড়াটিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ৩ অক্টোবর (মঙ্গলবার) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ আদেশ দেন।
রায়ে বাড়ির নিরাপত্তাকর্মী গোলাম নবী ওরফে রবিকে মৃত্যুদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি ওই বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তার লাবণ্যকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, গত ৪ জুন উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের নিজ বাড়ি থেকে লেফটেন্যান্ট কর্নেল খালিদ বিন ইউসুফের মা মনোয়ারা সুলতানার কাছে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেয়ার সময় তাকে হত্যা করা হয়। পরে খালিদ উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন। মামালার পরে হত্যার সঙ্গে জড়িত থাকা বাড়ির নিরাপত্তাকর্মী গোলাম নবী ওরফে রবি ও ভাড়াটিয়া লাইলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করে র্যাব।