স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫২
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী আয়শা ছিদ্দিকা মিষ্টিকে আত্মহত্যায় প্ররোচনাকারী, উত্ত্যক্তকারী সোহেলসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৫ সেপ্টেম্বর (সোমবার) সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের পলাশবাড়ী-সাদুল্যাপুর সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মিষ্টির বাবা মোস্তা বলেন, অপরাধীরা প্রতিনিয়ত আমার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে কু-প্রস্তাব দিতো। এসব কু-প্রস্তাবে আমার মেয়ে রাজি না হওয়ায় মিষ্টিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, গালিগালাজ ও ধর্ষণের ভয়-ভীতি দেখাতো। ঘটনার দিন বাড়ি ফেরার পথে সোহেল আমার মেয়েকে থাপ্পর মারে। আমার মেয়ে লজ্জায় ও কষ্টে বাড়ি এসে সন্ধ্যার পর বিষপান করে আত্মহত্যা করে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে সাদুল্যাপুর উপজেলা পরিষদ ঘেরাও করার ঘোষণা দেয় বক্তরা।