ছাত্রীকে উত্ত্যক্ত কারায় যুবকের কারাদণ্ড
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০
সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষকের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. সুমন হোসেন (২৩) কলারোয়া পৌর সদরের শ্রীপতিপুর গ্রামের মো. জয়নুল ইসলামের ছেলে।
ওই বখাটে যুবককে দণ্ডবিধি ৫০৯ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন/২০০৯-এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান, তার স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত ওই যুবক।
ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের গেট থেকে শিক্ষকরা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে খবর দেন।
ওই বখাটে যুবক সুমন হোসেনকে আটক করার সময় সে স্কুলের শিক্ষক মাহফুজুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, জেলা পরিষদ সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আ. মান্নান, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।