শিশু সিনথিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮
গাইবান্ধা জেলার ফুলছড়িতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ৭ বছরের শিশু সিনথিয়ার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (রবিবার) সাবেক উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি।
মানববন্ধনে ডেপুটি স্পিকার বলেন, প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী সিনথিয়াকে যারা ধর্ষণ করেছে তারা মানুষ নয়, নরপশু, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সিনথিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি দোষীদের ফাঁসির দাবিও জানান।
এর আগে ডেপুটি স্পিকার সিনথিয়ার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোকাহত পরিবারের সমবেদনা জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, প্রধান শিক্ষক সবুজ পাঠান, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, ওহিদুল ইসলাম, ফারুকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম (লোকাল) প্রমুখ।