যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে ১ মাসের ছুটি
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০১
রাজধানীর যাত্রাবাড়ীর ‘অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুল’ এর প্রধান শিক্ষক এনামুল কবির রিপনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর এক মাসের ছুটিতে পাঠিয়েছে স্কুলের ম্যানেজিং কমিটি।
আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে ওই স্কুলের সহকারী শিক্ষক বাহাউদ্দিন মিলন এ তথ্য দিয়েছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল কবির রিপন ছুটিতে থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাহাউদ্দিন মিলন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাউদ্দিন মিলন বলেন, অভিযোগ ওঠার পর ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতিসহ অন্যান্য সদস্যরা এনামুল কবির রিপনকে এক মাসের ছুটিতে পাঠিয়েছেন। ম্যানেজিং কমিটির সভাপতি হজ থেকে ফেরার পর অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ সময়ে স্কুল পরিচালনার জন্য আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, যাত্রাবাড়ীর ‘অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুল’ এর ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকদের যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এনামুল কবির রিপনের বিরুদ্ধে। একাধিক ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকরা এ অভিযোগ জানিয়েছে। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধান শিক্ষক এনামুল কবির রিপন।