সৎমায়ের বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগ
প্রকাশ | ৩১ আগস্ট ২০১৭, ১৭:২৭
অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালীতে জান্নাতী আক্তার (৩) নামে এক শিশুকে হত্যা অভিযোগ উঠেছে সৎমা শিরীন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
শিশু জান্নাতী আক্তার তার সৎমা ও বাবার সঙ্গে মহাখালীর পোড়া বস্তিতে বাস করত।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, শিশুটির বাবা রুবেল হোসেন গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করেন। জান্নাতী কয়েক দিন ধরে জ্বর ও পেটের পীড়ায় ভুগছিল। বুধবার (৩০ আগস্ট) তার মৃতদেহ পাওয়া যায়। এর পরই স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে হত্যার অভিযোগ করেন।
মৃতদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পরিদর্শক।