নৌকা ডুবে ১৯জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃত্যু
প্রকাশ | ৩১ আগস্ট ২০১৭, ১৬:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০১৭, ১৬:৩৩
নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে একটি নৌকা ডুবে গেলে ১৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন শিশু এবং নয় জন নারী রয়েছেন।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল আমিন বলেন, আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা নদীর কূলে ১৯টি নাফ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, মৃতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা। এদের মধ্যে ১০ জন শিশু, বাকি নয় জন নারী।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির খরব পাওয়া গেছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
এর আগে বুধবারও নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয় নাফ নদী থেকে। এছাড়া সীমান্ত পেরিয়ে আসা ৭৫ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়।
রাখাইনের সংঘাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এ পর্যন্ত ১০৪ জনের নিহত হওয়ার খবর এসেছে। আর এক সপ্তাহে অন্তত ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য।