কাউন্সিলর রুমকিসহ ৫ আসামির জামিন নামঞ্জুর
প্রকাশ | ৩০ আগস্ট ২০১৭, ১৮:১৭
বগুড়ায় মা-মেয়ের মাথা ন্যাড়া করে দিয়ে পাশবিক নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলার আসামি কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ পাঁচ আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত।
আজ ৩০ আগস্ট (বুধবার) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে হাজির করে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আমান উল্লাহ জানান, শুনানির জন্য দুপুরে কারাগার থেকে কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, তার মা রুমি বেগম, বোন আশা, মূলহোতা তুফান সরকারের সহযোগী আতিক ও মুন্নাকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের পক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।