নির্যাতিত সেই মা-মেয়েকে জিম্মায় নেওয়ার আবেদন খারিজ
প্রকাশ | ৩০ আগস্ট ২০১৭, ১৮:০২ | আপডেট: ৩০ আগস্ট ২০১৭, ১৮:০৬
বগুড়ায় পাশবিক নির্যাতনের শিকার সেই মা-মেয়েকে জিম্মায় নেওয়ার আবেদন করেছিলেন নির্যাতিত গৃহবধূর স্বামী ইয়াকুব আলী। কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। এর পরিবর্তে ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই শিক্ষার্থী নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) এবং তার মা ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকার আগের আদেশই বহাল রেখেছে আদালত।
আজ ৩০ আগস্ট (বুধবার) দুপুরে বগুড়া জেলার অতিরিক্ত দায়রা ও জজ আদালত-১ এর বিচারক মো. এমদাদুল হকের আদালতে মা-মেয়েকে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।\
তিনি জানান, স্বামী মো. ইয়াকুব আলীর জিম্মায় নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে কড়া নিরাপত্তায় মা-মাকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক জিম্মায় নেওয়ার আবেদন খারিজ করে আগের আদেশ বহাল রাখেন।