পিরোজপুরে ঊর্মির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৭ আগস্ট ২০১৭, ১৭:২৮
![](/assets/news_photos/2017/08/27/image-11188.jpg)
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার স্থানীয় এক সাংবাদিক এর কন্যা স্কুলছাত্রী ঊর্মিকে (১০) ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট (রবিবার) দুপুরে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, স্কুল শিক্ষক হামিতুল ইসলাম হেলাল, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কালাম মোল্লা, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন মৃর্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাঈনুল আহসান, ঊর্মির পিতা সাংবাদীক জুলফিকার আমিন সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে শিক্ষক, অভিভাক ও শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই স্থানীয় সাংবাদীক জুলফিকার আমীন সোহেলের ছোট মেয়ে ঊর্মি নিখোঁজের দুইদিন পর গত ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের পিতা সাংবাদীক সোহেল আমিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় স্থানীয় কুদ্দুস আকনের পুত্র ছগির আকনকে (৩৫) গ্রেপ্তার করে। দুই দফায় ছগির রিমান্ড শেষে বর্তমানে জেল হাজতে রয়েছে।