বাল্যবিয়ে প্রতিরোধে লাখো কণ্ঠে শপথ

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৭, ১৭:১৩

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের মাধ্যমিক ও তদুর্ধ্ব প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী সামাজিক অভিশাপ বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে লাখো কণ্ঠে শপথ গ্রহণ করেছে। একই সাথে তারা সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধেও শপথ গ্রহণ করে।

২৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে জেলার ৩৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে এই শপথ পাঠে অংশ নেয়। এ সময় সামাজিক অভিশাপ বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে দীপ্ত অঙ্গীকার করে শিক্ষার্থীরা। শপথ পাঠ করান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেল পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ ও জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ উপস্থিত ছিলেন।