বাল্যবিবাহের অভিযোগে যুবকের কারাদণ্ড

প্রকাশ : ১৯ মে ২০১৬, ২০:৩২

জাগরণীয়া ডেস্ক

বাল্য বিয়ের অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের দাঁতমারা এলাকায় বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ফটিকছড়ির ইউএনও মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ সাজা দেয়। দণ্ডপ্রাপ্ত মো. ইরফান রাসেল (২৩) দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামের আবুল কালামের ছেলে।

এছাড়া বাল্য বিয়েতে সহযোগিতা করায় রাসেলের বন্ধু এনামুলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে ইউএনও নজরুল ইসলাম বলেন, “স্থানীয় স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ফুসলিয়ে নিয়ে কয়েক দিন আগে বিয়ে করে রাসেল। বিয়ের পর ওই ছাত্রীকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে খবর পেয়ে আমরা অভিযানে যাই।”

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের প্রমাণ পাওয়া গিয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রীকে বিয়ে করায় রাসেলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা দেয়ার পর রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বিয়ের সাক্ষী হয়ে বাল্য বিয়েতে সহযোগিতা করায় রাসেলের বন্ধু এনামুলকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ইউএনও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত