দুই বোনকে ধর্ষণের ঘটনায় ৫ জনের যাবজ্জীবন
প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ১৭:০৮
সিলেটের বিয়ানীবাজারে মা-বাবাকে বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণের মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতরা হল বিয়ানীবাজার উপজেলার পূর্ব পইলগ্রামের জয়নুল ইসলাম, সেলিম আহমদ, কালাম আহমদ, হাসান আহমদ হাসু ও আব্দুল বাছিত।
২০ আগস্ট (রবিবার) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এদের মধ্যে আব্দুল বাছিত পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পিপি ফখরুল ইসলাম জানান, দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়, যা ওই দুই ভিকটিমকে দিতে হবে।
মামলার নথির বরাত দিয়ে ফখরুল ইসলাম জানান, ২০১৪ সালের ২৫ মে ভোর রাতে ৭/৮ জন মুখোশধারী বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের এক চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢোকে। অস্ত্রের মুখে স্ত্রীসহ চানাচুর বিক্রেতাকে বেঁধে রেখে তাদের দুই মেয়েকে ধর্ষণ করে।
এ ঘটনায় ২৫ মে রাতে উপজেলার পূর্ব পইলগ্রামের মকদম আলীর ছেলে জয়নুল ইসলামের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন মেয়ে দুটির বাবা। একই বছরের ১২ অক্টোবর ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।