বাড্ডায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ১৪:০৫
রাজধানীর বাড্ডা সেকেন্দারবাগ এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আবুল কাশেমের মেয়ে।
রিয়ার দুলাভাই আলমগীর হোসেন জানান, রিয়া ওই এলাকার স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। চার বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। রিয়ার মানসিক ভাবে অসুস্থ ছিল। সকালে বাড়ির সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।
এদিকে ফাঁসির কারণ জানাতে পারে নাই তার স্বজনরা। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।