ভয়াবহ জলাবদ্ধতার কবলে চাঁদপুর শহর

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ১৭:৩৯

অনলাইন ডেস্ক

টানা ভারি বর্ষণে চাঁদপুর শহরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ইতিমধ্যে শহরের শহীদ মুক্তিযোদ্ধাসহ প্রধান সড়ক, নাজিরপাড়া, প্রফেসরপাড়া, মাদ্রাসা সড়ক, আদালতপাড়া, রহমতপুর কলোনির বিভিন্ন বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। সরকারি কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও হাঁটু পানি।

জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। এমন পরিস্থিতিতে চাঁদপুর শহরে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকারের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতি স্থানান্তর করে শপথ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজনৈতি দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানিয়েছেন, চাঁদপুরের বড়ো স্টেশন পয়েন্টে মেঘনায় পানি এখনো বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীতীরবর্তী এলাকাগুলো পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে।