ভিডিওবার্তার ২ জঙ্গির পরিচয় ফেসবুকে
প্রকাশ | ০৬ জুলাই ২০১৬, ১৬:৫৪
![](/assets/news_photos/2016/07/06/image-1079.jpg)
গুলশানের হামলাকারীদের প্রসংশা করে ও ভবিষ্যতে বাংলাদেশে এ ধরণের আরও হামলার হুমকি দিয়ে আইএস যে নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে, সেখান থেকে দুইজন বাংলাদেশির পরিচয় দিচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুকে তাদের ছবিগুলো পোস্ট করে অনেকেই তাদের পরিচয় তুলে ধরছেন।
ফেসবুকে অনেকেই লিখেছেন, প্রথম জন তাহমিদ রহমান সাফি। তাহমিদ ক্লোজ আপ ওয়ান এর প্রথম আসরের একজন প্রথম সারির প্রতিযোগী ছিলেন। এছাড়া গ্রামীণফোনেও কাজ করতেন তিনি। জানা গেছে, তাহমিদের বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান। তিনি ২০০১-২০০৬ সালে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি মারা গেছেন। তাহমিদুর রহমান কবে বাড়ি থেকে পালিয়েছে এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।
আর একটি সূত্রে বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, প্রায় একবছর আগেই সপরিবারে সিরিয়া চলে গেছেন তাহমিদ।
আর মুখভর্তি দাঁড়িসহ যাকে দেখা যাচ্ছে, তার নাম তৌসিফ হাসান। তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্বসিব্যালয়ের আইবিএ’র ছাত্র।তৌসিফ ২০১৪ সাল থেকে নিখোঁজ রয়েছেন বলেও ফেসবুকে অনেকে জানিয়েছেন।
এ দু’জনের পরিচয় পাওয়া গেলেও মুখ ঢাকা ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।