সাপের কামড়ে ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু
প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২২:০১
বিষধর সাপের কামড়ে সাতক্ষীরার শ্যামনগরে সুপ্রভা মন্ডল (১২) নামে এক শিশু মারা গেছে।
আজ ১২ আগস্ট (শনিবার) ভোর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে ডান হাতের কনুইয়ের উপর কামড় দেয়। সুপ্রভা ৭৫নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
তার বাবা সচ্চিদানন্দ (অমল স্যার) জানান, সুপ্রভা সকালে ঘুম থেকে উঠে বলে পেট ব্যাথা করছে। দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানান, তার ডান হাতের কনুয়ের উপরে সাপের কামড়ের দাগ রয়েছে।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, গত ১১ আগস্ট (শুক্রবার) সুপ্রভার ঠাকুর মা (ভারতী মন্ডল) মারা যায়। দিনের বেলায় সৎকার শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর রাতে সাপের কামড়ে মেয়ের মৃত্যু হয়। প্রভাষক সচ্চিদানন্দের মা ও মেয়ের মৃত্যুতে পরিবারের সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।