থানার পাশে পুলিশ সদস্য ফরিদার মরদেহ উদ্ধার
প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ১৯:২৩
মুন্সীগঞ্জ সদর থানার পাশে নারী ব্যারাক থেকে ফরিদা আক্তার (২০) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। ৯ আগস্ট (বুধবার) দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদা আক্তার মানিকগঞ্জের শিবালয় থানার লক্ষ্মীপুরা গ্রামের ফরিদ দেওয়ানের মেয়ে। তিনি এক বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। তাঁর ব্যাচ নম্বর ৮৪০।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাতে কনস্টেবল ফরিদার আত্মহত্যার খবর পায় পুলিশ। পরে থানার পাশে নারী ব্যারাক থেকে লাশটি উদ্ধার করা হয়। ১০ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় দিকে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফরিদা আক্তারের মামি সেলিনা বেগম জানান, ৯ আগস্ট (বুধবার) রাতে ভাগ্নির সঙ্গে মুঠোফোনে তার কথা হয়। সে সময় ফরিদা স্বাভাবিকভাবে কথা বলছিলেন। এর পর দিবাগত রাতে তার লাশ উদ্ধারের ঘটনা রহস্যজনক।