‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরো শক্তিশালী করা হবে’
প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ০১:১৬ | আপডেট: ১১ আগস্ট ২০১৭, ১৩:৩৮
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ। তিনি দুই দিনের সফর শেষে ৯ আগস্ট (বুধবার) ঢাকা ত্যাগ করেছেন।
সদ্য শেষ হওয়া জুন মাসের নির্বাচনের পর যুক্তরাজ্যের এই প্রথম কোন মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। লর্ড তারিক আহমেদ ৯ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। তাছাড়া, তিনি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাত করেন।
লর্ড তারিক আহমেদ তার এই সফরের সময় ব্যবসা বৃদ্ধিতে প্রতিশ্রুতি দিয়েছেন, পারস্পারিক সহযোগিতা এবং অভিবাসন বিষয়ে জোর দিয়েছেন। তিনি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ কমানোর কথাও বলেছেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ‘যুক্তরাজ্য আশা করে বাংলাদেশের সামনের সংসদ নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হবে।’
লন্ডনে সামনের বছরে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ সম্মেলনে তারিক আহমেদ বাংলাদেশকে নেতৃস্থানীয় ভূমিকা রাখারও আহ্বান জানান।