পোশাক শ্রমিককে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
প্রকাশ | ১০ আগস্ট ২০১৭, ০০:২৫
রাজধানীর বনানীতে গাড়িতে উঠিয়ে নিয়ে এক পোশাক শ্রমিকের শ্লীলতাহানির অভিযোগে ইমরান নামে এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করেছে পুলিশ। গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় বনানী থানায় চালক ইমরানকে আসামি করে ওই পোশাক শ্রমিক নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
৮ আগস্ট (মঙ্গলবার) তিতুমীর কলেজের সামনে শ্লীলতাহানির এ ঘটনা ঘটে।
ওই নারী পোশাক শ্রমিক জানান, তাঁর বাসা মিরপুর আগারগাঁওয়ের তালতলা এলাকায়। তিনি আগারগাঁও এলাকায় একটি গার্মেন্টেসে কাজ করেন। সকালে তাঁর একটি মামলা সংক্রান্ত বিষয়ে বনানীতে এক আইনজীবীর বাসার উদ্দেশে বের হয়ে মহাখালী যান। এরপর বেলা সোয়া ১১টায় মহাখালী রেলগেটের অদূরে বাসের অপেক্ষায় ছিলেন। তখন একটি প্রাইভেটকার নিয়ে তার সামনে থামে ইমরান। মেয়েটি কোথায় যাবে জানতে চায় সে। মেয়েটি বনানী যাবে বলামাত্র সে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রী হিসেবে গাড়িতে তোলে। গাড়িটি গুলশান-১ এর দিকে গেলে মেয়েটি জানতে চায় ওদিকে কেন তাকে নেওয়া হচ্ছে। তখন ইমরান বলেন, গুলশান-১ ঘুরে যাবে বনানী। এরপর গুলশান-১ মোড় ঘুরে আবার মহাখালীর দিকে রওনা দেয়। ১১টা ৩৫ মিনিটে তিতুমীর সরকারি কলেজের বিপরীতে গাড়ি থামায়। মেয়েটিকে পেছনের সিট থেকে তার পাশের সিটে ডেকে বসায় ইমরান। এরপর জানালার গ্লাস বন্ধ করে মেয়েটির শ্লীলতাহানি করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। মেয়েটিকে দ্রুত নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে আমতলীর দিকে রওনা হয় চালক। গাড়িতে মেয়েটির মোবাইল ফোন পড়ে থাকায় সে চিৎকার করতে থাকে। আমতলী সিগন্যালে গাড়ি আটকা পড়লে ট্রাফিক পুলিশ গাড়িটিসহ ইমরানকে আটক করে। এরপর বনানী থানা পুলিশের কাছে চালকসহ গাড়িটি হস্তান্তর করা হয়।