কাপাসিয়ায় স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যা
প্রকাশ | ০৭ আগস্ট ২০১৭, ১৩:৫৭
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে কোপানোর পর বিষপানে আত্মহত্যা করেছেন এক কৃষক। স্ত্রী আনোয়ারা বেগম (৫০) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৭ আগস্ট (সোমবার) ভোরে উপজেলার উরোন মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবুল হোসেন (৬০) একই গ্রামের বাসিন্দা। তাদের এক ছেলে ও দুই কন্যা রয়েছে।
নিহতের ভাই চাঁন মিয়া জানান, অন্য সব দম্পতির মতো তাদের মধ্যেও স্বাভাবিক মনোমালিন্য থাকত। ৬ আগস্ট (রবিবার) রাত ১২টায় চিৎকার চেঁচামেচি শুনে আবুল হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রী আনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আবুল হোসেন তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়েছে বলে স্ত্রী জানায়। দ্রুত আনোয়ারাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আনোয়ারার পিঠ, পেট, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।
চাঁন মিয়া আরও জানান, স্ত্রীকে কোপানোর দুই ঘণ্টা পর আবুল হোসেন বিষপান করেন। প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির পাশে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে আবুল হোসেনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, আবুল হোসেনের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।