সাতক্ষীরায় কমন জেন্ডারদের উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৭, ১৮:৪৩

অনলাইন ডেস্ক

কমন জেন্ডার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠিত হয়। 

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক দেবাশীষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। 

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজন্জ্জুামান, শহর সমাজসেবা কর্মকর্তা শাহিদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন কর্মকর্তা ইমদাদুল হক, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলার ৩৪ জন কমন জেন্ডারকে সেলাই ও প্রাণী সম্পদ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্ত হওয়া কমন জেন্ডারদের মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণ করেন।