জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা

প্রকাশ | ০২ আগস্ট ২০১৭, ১৪:২৭

অনলাইন ডেস্ক

জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী (মেস্টা ইউনিয়ন) এলাকায় নিজ বাড়িতে সহোদর দুই বোনকে গলা কেটে হত্যা করেছ দুর্বৃত্তরা। নিহত লুবনা (৯) ও ভাবনা (১৪) একই এলাকার মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ২ আগস্ট (বুধবার) সকালে বাড়ির ঘরের মধ্যে দুই বোনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

জামালপুর সদর থানার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।