কলেজছাত্রী নূরুন্নাহার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ | ৩০ জুলাই ২০১৭, ১৬:৪৭
সিরাজগঞ্জে সদর উপজেলার হোসেনপুর এলাকার কলেজছাত্রী নূরুন্নাহার (১৯) হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই (শনিবার) শহরের চৌরাস্তায় নিহতের কলেজের সহপাঠিরা ও এলাকার সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নিহত কলেজছাত্রী নূরুন্নাহার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। নিহত কলেজছাত্রী নূরুন্নাহার সিরাজগঞ্জ রাশিদ্দুজ্জোহা সরকারি মহিলা কলজের এইচএসসি দ্বিতীয় বর্ষের
ছাত্রী ও হোসেনপুর মহল্লার নজরুল ইসলামের মেয়ে।
নিহতের কলেজের সহপাঠি ও এলাকাবাসীর আয়োজনে চলা ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে বিয়ের মাত্র এক মাস ৯ দিনের মাথায় স্বামীর নির্যাতনে প্রাণ দিতে হয় নূরুন্নাহারকে। ঘটনার সময় ২ জনকে আটক করলেও এখনো মামলা নিয়ে পুলিশ নানা টালবাহানা করছে।
এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মী হুসনে আরা জনি, সায়মা ইয়াসমীন মিনা, জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জের চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, নিহতের বোন স্বর্ণা খাতুন, ভাই আশরাফুল ইসলাম।
মানববন্ধনে রাশিদ্দুজ্জোহা সরকারি মহিলা কলজের ছাত্রী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।