ধর্ষণের অপমান সইতে না পেরে আত্মহত্যা
প্রকাশ | ৩০ জুলাই ২০১৭, ১৬:৪০
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বামন ঘিয়ালা গ্রামের চার সন্তানের জননী আনোয়ারা (৩২) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, উপজেলার পুর্নিমাগাঁতি ইউনিয়নের বামন ঘিয়ালা গ্রামের বাসিন্দা রইজ উদ্দিনের স্ত্রী আনোয়ারা গত ২৬ জুলাই (বুধবার) দুপুরে নিজ বাড়ির সামনে শাক তুলছিলেন। এসময় একই গ্রামের আবু জাফরের পুত্র ওমর আলী (২৮) আনোয়ারাকে মিথ্যা কথা বলে পার্শ্ববর্তী মকবুল হাজির ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এসময় আনোয়ারার চিৎকারে শুনে লোকজন তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এরপর বিষয়টি পুরো গ্রাম ছড়িয়ে পড়লে পারিবারিক লাঞ্ছনার শিকার হয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন আনোয়ারা। পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ চল্লিশ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় মারা যান আনোয়ারা।
এদিকে জানা গেছে, আনোয়ারা মারা যাওয়ার খবর পেয়ে বিষয়টি ধামাচাপা দিতে মোটা অংকের টাকা নিয়ে দৌড়ঝাপ শুরু করে ধর্ষক ওমর আলী ও এলাকার কিছু মাতব্বর।
উল্লাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তফা বলেন, "ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলও পরিদর্শন করা হয়েছে। ওমর আলীর ধর্ষণের শিকার হয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে"।