শিশুকন্যাকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ | ২৮ জুলাই ২০১৭, ১৭:৩৬
ফরিদপুরের মধুখালী পৌর এলাকায় বাবার পকেট থেকে না বলে ৩৫ টাকা নেওয়ার অভিযোগে এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত শিশু হিরা (১০) উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের হারুণ শেখের মেয়ে। সে ভুষণা লক্ষ্মণদিয়া সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ হারুণ শেখকে আটক করেছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাতে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লক্ষ্মণদিয়া গ্রামের ভ্যানচালক হারুণ শেখ দ্বিতীয় স্ত্রী ও প্রথমপক্ষের দুই সন্তান হিরা ও শোয়াইবকে নিয়ে একসঙ্গে থাকেন। গতকাল বৃহস্পতিবার স্কুলের যাওয়ার সময় হিরা না বলে বাবার পকেট থেকে ৩৫ টাকা নিয়ে নেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে হারুণ এটা জানতে পারেন। টাকা চুরির অপরাধে হিরাকে বেদম মারধর করেন হারুণ। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর লাশ ফেলে পালিয়ে যান তিনি।
ওসি আরও জানান, রাতেই পুলিশ হারুণ শেখকে আটক করে। হারুণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।