‘নারী ও শিশুর প্রতি সহিংসতাকারীরা পার পাবে না’
প্রকাশ | ২৭ জুলাই ২০১৭, ১৮:৩৯
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, নারী ও শিশুর প্রতি যেন কোনও সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহিংসতা হলে অপরাধী যেন কোনোভাবেই পার না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
২৬ জুলাই (বুধবার) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ডিসিদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিয়ে বা বাল্যবিয়ে বন্ধ করাই আমাদের মূল কাজ না। কী কারণে অভিভাবকরা তাদের সন্তানদের বাল্য বিয়ে দিচ্ছেন তা জানতে হবে এবং সে সমস্যা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই সমস্যা সমাধান করা যাবে, ততক্ষণ পর্যন্ত লুকিয়ে বাল্য বিয়ে হবেই। আমরা শুধু বাল্য বিয়ে বন্ধ করেই বাহবা নেব না, কেন বাল্য বিয়ে হচ্ছে তা সমাধান করতে হবে। এ সব বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছি।