হাতীবান্ধায় অপহৃত শিশু শাহানাজ ২১ দিনেও উদ্ধার হয়নি
প্রকাশ | ২৬ জুলাই ২০১৭, ১৭:৪২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী অপহৃত শিশু শাহানাজ পারভীন ২১ দিনেও উদ্ধার হয়নি।
গত ৫ জুলাই শাহানাজ পারভীন আপহরণের শিকার হন। শাহানাজ ওই এলাকার নাজির হোসেনের মেয়ে। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন শিশু ও যুব ফোরাম নামে একটি সংগঠন।
শিশু ও যুব ফোরামের সভাপতি আলীউর রহমান বলেন, গত ৫ জুলাই হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির নিকট থেকে ৭ম শ্রেণির ছাত্রী শাহানাজ পারভীন অপহরণের শিকার হয়। ওই ঘটনায় হাতীবান্ধা থানায় পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার আজিজার রহমানের ছেলে আমিনুর রহমানসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ২১ দিন অতিবাহিত হলেও পুলিশ শাহানাজ পারভীনকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।
হাতীবান্ধা থানার ওসি রোজাউল করিম বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারসহ অপহৃত শাহানাজ পারভীনকে উদ্ধার চেষ্টা করছে।