‘৫৭ ধারা গণমাধ্যমকর্মীকে হয়রানির জন্য নয়’
প্রকাশ | ২৪ জুলাই ২০১৭, ১৯:২২
৫৭ ধারা গণমাধ্যমকর্মীকে হয়রানির জন্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমকর্মীরা সঠিক নিয়ম-কানুনের মধ্যে থেকেই যেন তাদের কাজ করতে পারেন সেজন্যই ৫৭ ধারা। সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার প্রবর্তন করা হয়নি। ২৪ জুলাই (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ জুলাই (সোমবার) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক সূত্র জানা যায়, মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে জানানোর জন্য প্রসঙ্গটি উত্থাপন করে বলেন, ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকরা আন্দোলন করছেন।
এ সময় তথ্যমন্ত্রীর কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ৫৭ ধারায় কত জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। কেউ যদি দেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য রাষ্ট্রবিরোধী লেখা লেখেন অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ ছাড়াই কোনো নিউজ লেখেন, তাহলে কি হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে না?
সূত্র: জাগোনিউজ