রাজধানীতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ঢাবি ছাত্রীর মৃত্যু
প্রকাশ | ২০ জুলাই ২০১৭, ১৯:২০
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ছাত্রী মারিয়া (২০) মারা গেছেন।
২০ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
মারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’ নামে একটি ভবনের নবম তলায় থাকতেন তিনি।
মারিয়ার বড় বোন মরিয়া জানান, তারা ১৯ তলা বাসার নবম তলায় ভাড়া থাকেন। সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এর পর সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে মারিয়া ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বড় বোন মরিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।