গুলশান হামলায় নিহত ২৮: আইএসপিআর
প্রকাশ | ০২ জুলাই ২০১৬, ১৩:৫০ | আপডেট: ০২ জুলাই ২০১৬, ১৫:৩৪
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দুইজন পুলিশসহ মোট ২৮ জন নিহত হওয়া ঘটনা জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগেই শুক্রবার (০১ জুলাই) রাত ৯টায় ওই রেস্টুরেন্টে হামলা করে সন্ত্রাসীরা।
যৌথ বাহিনীর অভিযানে সেখানে থেকে মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের সবাইকে গতরাতেই হত্যা করা হয় এবং অধিকাংশই ধারালেঅ অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। এছাড়া বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সেনাকমান্ডোর নেতৃত্বে ১৩ মিনিটের যৌথ অভিযান অপারেশন ‘থান্ডার বোল্ড’ অপারেশনে হামলাকারী ৭ জঙ্গির মধ্যে ৬ জনই নিহত হয়েছেন এবং একজনকে জীবিত আটক করা হয়েছে।
শনিবার (০২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের সেনাসদরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সামরিক অপারেশন পরিদফতরের পরিচালক ব্রি. জেনারেল নাঈম আশফাক চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার হওয়া ২০ মরদেহই বিদেশিদের। অভিযানে একজন জাপানি, দুই শ্রীলঙ্কানসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া মৃতদেহ শনাক্ত করা সহ এ বিষয়ে যেকোনো তথ্য জানার জন্য ০১৭৬৯০১২৫২৪ নাম্বারে যোগযোগ করা যাবে বলে জানান নাঈম আশফাক চৌধুরী।