হামলার ঘটনা: খালেদা নিরাপত্তা চান
প্রকাশ | ০২ জুলাই ২০১৬, ১৩:১৩
গুলশানে রেস্টুরেন্টে হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের নিরাপত্তা চেয়েছেন।
সেই সঙ্গে খালেদা জিয়া বলেছেন, বিএনপি সবসময় বলে এসেছে- দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আজকে (শুক্রবার ১ জুলাই) সন্ধ্যার ঘটনা সেই গভীর সংকটেরই বহিঃপ্রকাশ।
রাতে ঘটনার পরপর পাঠানো এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন এবং নিজের নিরাপত্তা চান।
বিবৃতিতে, হামলার পরিস্থিতি মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিএনপি আহ্বান জানিয়েছে। এছাড়া যেসব বিদেশিদের জিম্মি করা হয়েছে তাদের নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবে বলে বিএনপি আশা রাখে।
গুলশানের এলাকাবাসী এবং ওই এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতিও বিএনপি আহ্বান রেখেছে।
খালেদা জিয়া বলেন, জিম্মিদের মুক্ত করতে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ আহতের আশু সুস্থতা কামনা করছি।