স্ত্রী’র মামলায় সানির বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ সেপ্টেম্বর
প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৮:১৪
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১৩ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এই দিন ধার্য করেন।
সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, ১৩ জুলাই (বৃহস্পতিবার) এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সানির পক্ষে অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করলে বিচারক নতুন দিন ধার্য করেন।
গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া খান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এস এম মাসুদুজ্জামানের আদালতে সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
স্ত্রী নাসরিন সুলতানার করা এ মামলায় সানি জামিনে রয়েছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তিনি জামিন পেয়ে মুক্ত আছেন।
গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি। এর পরে বেশ কিছুদিন কারাগারে আটক ছিলেন তিনি।