গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৩ জুলাই ২০১৭, ১৭:৫২

অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে নিলুফা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি নিলুফাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিলুফা একই গ্রামের সাজিপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী।

নিলুফার খালা লতিফা খাতুন বলেন, নিলুফাকে শ্বাসরোধ হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। এখন তারা তার গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে প্রচার করছেন। যে কারণে ঘটনার পর থেকে নিলুফার স্বামী মনিরুল ইসলাম পলাতক রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান জানান, ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।