কন্যাসন্তানের জন্য ১৩৭ বছর অপেক্ষা

প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ২১:১৪

অনলাইন ডেস্ক

একটি কন্যাসন্তানের জন্য একটি পরিবারকে সর্বোচ্চ কত বছর অপেক্ষা করতে হতে পারে? ১০, ২০ কিংবা ৫০ বছর? যুক্তরাষ্ট্রের একটি পরিবারকে অপেক্ষায় থাকতে হয়েছে ১৩৭ বছর।

পরিবারটির বাস সাউথ ক্যারোলাইনায়। আর ‘সৌভাগ্যবান’ বাবার নাম উইল সেটল। তিনি একটি বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করেন।

সেটল পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা দেখা দিলে সবাই আশা করে থাকত, এবার বোধহয় ফুটফুটে এক কন্যাসন্তানের মুখ দেখা যাবে। কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়েছে তাদের। এভাবেই ১৩৭ বছর কাটার পর অবশেষে প্রথম কন্যাসন্তান এলো। সদ্যোজাতের নাম রাখা হয়েছে কার্টার লুইস সেটল।

কার্টার লুইসের আগমন সেটল পরিবারে কতটা প্রতীক্ষিত ছিল, তার একটা নমুনা দেওয়া যেতে পারে। কার্টার লুইসের জন্ম তার পরিবারই কেবল উদ্‌যাপন করেনি, আনন্দের বন্যা বয়ে যায় উইল সেটলের কর্মস্থলেও। কার্টার লুইসের জন্ম উদ্‌যাপন করতে সাউথ ক্যারোলাইনার মহাসড়কে একটি বিশাল বিলবোর্ড বসিয়েছেন সেটলের সহকর্মীরা। তাতে সদ্যোজাতের ছবি দিয়ে লেখা রয়েছে, ‘ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড: কার্টার লুইস সেটল’।

সূত্র: এবিসি নিউজ