তরমুজের দাম ১৭লক্ষ টাকা!

প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ২০:২৮

অনলাইন ডেস্ক

সম্প্রতি জাপানে বিশেষ জাতের দুইটি তরমুজের দাম উঠেছে ১৭ লক্ষ ৪১ হাজার টাকা। এই বিশেষ জাতের তরমুজের নাম ইউবারি কিং। এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থানে। জানা গেছে, সম্প্রতি দুটি তরমুজ প্রায় ১৭লক্ষ টাকায় বিক্রি করা হয়।

কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা। জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে এই তরমুজ পাওয়া যাচ্ছে।