সমুদ্রের উপর বিশ্বের ভয়ঙ্কর বাড়ি
প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৬, ১৬:০৯
কৌতূহল, আগ্রহ, রোমাঞ্চকর, আর রুদ্ধশ্বাসে ঘেরে বাড়িটা পুরোটাই পানির উপর। সারাদিন সাগরের উত্তাল গর্জনে ভয় আর রোমাঞ্চ। কাচের দেওয়াল ঘেরা বাড়ি থেকেই চোখে পড়বে ডলফিন, হাঙ্গর, এমনকি ভাগ্য ভালো হলে তিমিও। এমন একটা বাড়ি কপালই বলতে হবে।
আপনি যদি ধনকুবের হয়ে থাকেন আর উচ্চতায় ভয় না পান তবে এরকম একটি বাড়ির মালিক হতে পারেন। বিশ্বের ভয়ঙ্কর বাড়িগুলোর মধ্যে অন্যতম এ বাড়িটি সমুদ্র তীরে নির্মিত। একটা দুটা রুম নয়, পুরো একটা বাড়ি। পুরো পাঁচতলা বিশিষ্ট একটি ফ্ল্যাট।
অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট ফার্ম মডস্কেপের উদ্যোগে এ বাড়িটি তৈরি করা হয়। এর যাতায়াত হয় ওপরের দিক দিয়ে। একেবারে নিচের ফ্লোরে যাওয়ার জন্য আছে লিফট। আর সবচেয়ে বড় সুবিধার কথা হল। গাড়িতেই আসতে পারেন এখানে।