বড় পায়ের পাতায় আবেদনময়ী!
প্রকাশ | ০২ জুন ২০১৬, ১৯:৫০
ইন্দোনেশিয়ার পুরুষেরা তাদের স্বপ্নের রাজকন্যাকে খুঁজেন পায়ের পাতা দেখে।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের প্রত্যন্ত গ্রামাঞ্চলে করো বতাক আদিবাসী গোষ্ঠীর পুরুষদের মধ্যে একটি সমীক্ষা চালিয়ে নৃবিজ্ঞানীরা দেখেছেন, বড় পায়ের পাতার নারীদের প্রতিই সেখানকার পুরুষদের বেশি আকর্ষণ। অনেক সময়ই নারীর ছোট ও আকর্ষণীয় পায়ের পাতার প্রতিই পুরুষদের ঝোঁক বেশি থাকলেও করো বতাক গোষ্ঠীর পুরুষেরা বড় পায়ের পাতার নারীদেরই আকর্ষণীয় মনে করেন।
সমীক্ষার নেতৃত্বে থাকা নৃবিজ্ঞানী, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষক জিওফ কুশনিক অবশ্য এর একটা যুক্তিসঙ্গত কারণও খুঁজে বের করেছেন। বড় পায়ের পাতার নারীরা ধানখেতে সহজেই চলাফেরা করতে পারেন। কুশনিকের ধারণা, সম্ভবত এই কারণেই পুরুষেরা বড় পায়ের পাতার নারীকে সঙ্গী হিসেবে বাছাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।