বিশ্বের যতো বিলাসবহুল বাড়ি
প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৬, ২২:৪৫
ফ্র্যাঙ্কচাক ভিলা ( ১৬১ মিলিয়ন ডলার)
লন্ডনে অবস্থিত এই ৫ তলা ফ্র্যাঙ্কচাক ভিলা বিল্ডিংটি দেখতে তেমন কিছুই না। কিন্তু বিশ্বের সবচাইতে দামী বাড়িগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ফ্র্যাঙ্কচাক ভিলা। বিলাসবহুল এই বাড়িটিতে আছে ১০টি বেডরুম, আন্ডারগ্রাউন্ড সুইমিংপুল, প্যানিক রুম, প্রাইভেট মুভি থিয়েটার ইত্যাদি।
ফেয়ারফিল্ড পন্ড (১৯৮ মিলিয়ন ডলার)
৬৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই বাড়িটির বৈশিষ্ট্য হলো এখানের মূল বাড়িটির সাথে আছে একটি বাস্কেটবল কোর্ট এবং এই বাড়িতে আছে ১৫ লাখ ডলার মূল্যের একটি হট টাব।
দ্যা হিয়ারস্ট মেনসন ( ১৬৫ মিলিয়ন ডলার)
দ্যা হিয়ারস্ট মেনসন অ্যামেরিকার সবচাইতে দামী বাড়ি! এই বাড়িতে আছে কিছু সুইমিংপুল, ২৯টি বেডরুম, সিনেমা হল এবং ডিসকো।
ভিলা লিওপোলদা (৭৩৬ মিলিয়ন ডলার)
বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোলদ ১৯০২ সালে এই বিলাসবহুল বাড়ি তৈরী করেছলেন। পরবর্তিতে রাশিয়ার একজন বিলিয়নিয়ার এই বাড়িটি কিনে ফেলেন। ২৭ তলা বিশিষ্ট এই বাড়িটিতে ১৯ টি বেডরুম আছে। শুধু তাই না, এই বাড়ির জন্য নিয়োগ করা আছে ৫০ জন ফুলটাইম মালী।
অ্যানটিলা ( ১,০০০,০০০,০০০ ডলার)
বিশ্বের সবচাইতে দামী এই বাড়িটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত। অ্যানটিলার মূল্য এক বিলিয়ন ডলার। ২৭ তলার এই বিল্ডিংটিতে নেই এমন কিছুই নেই। জিম, জাকুজি, ৬ তলা পার্কিং, আইসরুম, বল রুম এই সব কিছু দিয়ে সাজানো হয়েছে বাড়িটিকে।