কুকুরছানার মাথায় লেজ! (ভিডিও)
প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১৮:২১ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১৮:৩৮
কুকুরছানার মাথায় লেজ! জিনগত ত্রুটির জন্য গোটা প্রাণীকূলে মাঝে মাঝে এমন দুর্লভকে প্রত্যক্ষ করে বিশ্ব। সম্প্রতি আমেরিকার মিসৌরির রাস্তা থেকে একটি কুকুরছানাকে উদ্ধার করে ম্যাক্স মিশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্ধারের পরই নজরে আসে এই অবিশ্বাস্য লেজ, তাও মাথায়। সঙ্গে সঙ্গে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এই মুহূর্তে ‘সেলিব্রিটি’ হয়ে ওঠা এই কুকুরছানাটির নাম ‘নারহোয়েল’। মিসৌরির প্রত্যন্ত এলাকায় একটি কুকুরের পিছন পিছন তাকে ঘুরতে দেখা যায়। প্রবল ঠান্ডায় নারহোয়েলকে ঘুরতে দেখে তাকে উদ্ধার করে ম্যাক্স মিশন। নারহোয়েলের মাথায় লেজ জন্ম থেকেই।
গবেষকরা জানিয়েছেন, মাথার এই লেজটি কুকুরছানাটির জিনগত ত্রুটি। স্বাভাবিক কুকুরদের মতো, পিছনেও লেজ রয়েছে তার। নারহোয়েলকে যখন উদ্ধার করা হয়, বয়স ১০ সপ্তাহও পেরোয়নি। উদ্ধারের পর বেশ কিছু শারীরিক পরীক্ষাও হয় তার। অতিরিক্ত লেজের কারণে তার কোনো ব্যথা তো নেই-ই, বরং চুটিয়ে খেলে বেড়াচ্ছে সে, দিব্যি দৌড়োচ্ছে বাকিদের সঙ্গে। আর এই দুটি লেজওয়ালা কুকুরই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।