সন্তান প্রসবের ‘অপরাধে’ অমানবিক শাস্তি পেল মা কুকুর!
প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১৮:১৫
কুকুর, বিড়াল পোষ্য রাখতে অনেকেই ভালোবাসেন। কেউ কেউ সন্তানের স্নেহেই এদের বড় করেন। আবার অনেকেই পোষ্য প্রাণীর ঠিকমতো যত্ন নেওয়ার সময় পান না। কিন্তু তাই বলে শিকলে বেঁধে রাখা ভয়াবহ নিষ্ঠুরতা! তাও সদ্য মা-হওয়া কুকুরকে! আয়ারল্যান্ডে সম্প্রতি এমন একটি নিষ্ঠুর ঘটনায় সামাজিক মিডিয়ায় ঝড় উঠেছে। ৬টি কুকুরছানার মাকে বেঁধে রাখা হল শিকল দিয়ে! মাঠে হাঁটতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ার সঙ্গে সঙ্গেই লংফোর্ডে আইএসপিসিএ ন্যাশানাল অ্যানিমেল সেন্টারে নিয়ে যাওয়া হয় মা ও তার ছানাদের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরছানাদের চোখ ফোটেনি তখনও। মা কুকুরটি এতগুলি সন্তান প্রসব করায় মালিক নাকি বিরক্ত হয়ে বাইরে শিকল দিয়ে বেঁধে রেখেছে কুকুরটিকে। ক্ষুধার্ত কুকুরটি ক্লান্ত হয়ে শুয়ে ছিল করুণভাবে। কোলের আড়ালে মুখ গুঁজে ছিল তার ছানারা। পুলিশ জানিয়েছে, এরকম ভয়াবহ নিষ্ঠুরতার শাস্তি দিতে কুকুরের মালিককে খোঁজা হচ্ছে।
সদ্য মা-হওয়া কুকুরটি কোত্থেকে খাবার জোগাড় করবে, সন্তানদের খাওয়াবেই বা কীভাবে – এসব ভাবতে গেলে ‘মানুষ’ হতে হয়। ক’জনই বা পারে!