অপারেশনে কেন সবুজ পোশাক পরেন চিকিৎসকরা?
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:০০
বেশির ভাগ ক্ষেত্রেই অপারেশন থিয়েটারের ভিতর চিকিৎসকরা সবুজ পোশাক ব্যবহার করেন। এমনকি মাথার টুপি, মাস্কের রংও সবুজ হয়। অনেকসময় দেখা যায়, ওটি-র দেওয়াল, রোগীর শয্যায় ব্যবহৃত চাদর সবই সবুজ রঙের।
অনেকের মনে প্রশ্ন জাগে, এত রং থাকতে কেন সবুজ রঙকেই বেছে নিলেন চিকিৎসকরা।
অনেকে হয়তো বলবেন, চোখের আরামের জন্যই হয়তো সবুজকে বেছে নিয়েছেন চিকিৎসকরা। কথাটি একেবারেই মিথ্যে নয়।
তাদের মতে, মানুষের চোখের কোন কোষ প্রধানত তিন প্রকার রঙের হয়- লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা ৬০-৭০ লক্ষ। যার মধ্যে ৪৫ শতাংশই সবুজ। তাই সবুজ রঙে আরাম বোধ হয় চোখে। অপরদিকে, লাল কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় লাল চোখকে ধাঁধিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, অপারেশন থিয়েটার মানেই রক্ত নিয়ে কাজ। একেকটি অপারেশনের সময়সীমাও কম নয়। দীর্ঘসময় লাল রঙ চোখে অস্বস্তিতে ফেলে, বিভ্রম সৃষ্টি করতে পারে। তখন চারপাশের সবুজ রং ও পোশাকের সবুজ তাদের চোখকে আরাম দেয়।