স্কুলছাত্রীর চিরকুট বাঁচালো ‘হাজার হাজার’ ডলার

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১০:৫৬

জাগরণীয়া ডেস্ক

একটি চিরকুট লিখে এক কলেজছাত্রের মোট অঙ্কের ডলার খরচ হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে ষষ্ঠ শ্রেনির এক স্কুলছাত্রী। খবর বিবিসি এর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বাফেলোর বাসিন্দা কলেজছাত্র অ্যান্ড্রু সিপোভিচ তার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির মেরামতের জন্য যখন বেশ অঙ্কের ডলার খরচ হবে ভাবছিলেন, সেই সময় গাড়ির ভেতর হাতে লেখা একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। এতে লেখা ছিল, গাড়ির দুর্ঘটনার জন্য দায়ী একজন স্কুল বাস চালক। বাস ৪৪৯ আপনার গাড়িকে আঘাত করেছে, সেই সাথে বাসের একটি ড্রয়িং ও ছিল।

গাড়ির মালিক তরুণ সিপোভিচ, সামাজিক মাধ্যম টুইটারে এই চিরকুট শেয়ার করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। চিরকুটটি শেয়ার হওয়ার পর স্থানীয় এক শিক্ষক সিপোভিচের সাথে যোগাযোগ করে জানান, এক ষষ্ঠ শ্রেনীর স্কুলছাত্রীর হাতের লিখা এটি, যে তার স্কুলে পড়ে। 

২১ বছর বয়সী মি: সিপোভিচ বলেন, আমি ও আমার পরিবার শিশুটির কাছে কৃতজ্ঞ। আমরা তাকে পুরস্কৃত করতে চাই।

টুইটারে একজন আর্টের শিক্ষক শিশুটির আঁকা বাসের ছবির প্রশংসা করে বলেন, শিল্পটি খুবই গুরুত্বপূর্ণ।

সামাজিক মাধ্যমে অনেকেই শিশুটির চিরকুটের লেখাটিকে উচ্চ মানসম্পন্ন আখ্যায়িত করে প্রশংসা করেছে।

অপর একজন টুইটার ব্যবহারকারী একটি চিরকুট শেয়ার করে জানান, চিরকুটের মাধ্যমে একজন প্রতিবেশী তাকে জানিয়েছিল, যে তারই একজন সহকর্মী তার গাড়ীকে আঘাত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত