মৃত্যুর আগে জীবনের প্রথম ভোটটি দিয়ে গেলেন গ্র্যাসি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৪:২৫

জাগরণীয়া ডেস্ক

৮২ বছর বয়সী গ্র্যাসি লো ফিলিপ্স প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এবং ভোটের দেয়ার ৪ দিনের মধ্যেই মারা গেলেন।

গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করেন গ্র্যাসি এবং স্থানীয় সময় গত ৫ নভেম্বর (সোমবার) ভোটের ফলাফল জানার আগেই মৃত্যুবরণ করেন তিনি।

গ্র্যাসির নাতনী মিশেল ফিলিপ্স বলেন, দাদী জীবনে কখনোই ভোট দিতে পারেননি। কখনো ব্যস্ত ছিলেন আবার কখনোবা জানতেনই না কবে ভোট। ভুলে গেছেন রেজিস্ট্রেশন করতেও। এবার প্রথমবারের মতো ভোট দিলেন তিনি। ভোট দেয়ার ব্যাপারে তিনি খুব উচ্ছ্বসিত ছিলেন এবং বলছিলেন, এবার আমি ভোট দিবো।

মিশেল আরও বলেন, দাদীর শ্বসনতন্ত্রে সমস্যা ছিল। কৃত্তিম উপায়ে তাকে অক্সিজেন দেয়া হতো। তিনি পোর্টেবল অক্সিজেন সাথে করে নিয়ে গিয়েছিলেন ভোট দিতে। জীবনের চেয়েও ভোট দেয়াকে তিনি এবার অনেক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। ভোটের রেজাল্ট পাওয়ার আগেই তিনি চলে গেলেন। তবে আমরা খুশী যে তিনি তার অধিকার প্রয়োগ করে গেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত