যে শহরে স্মার্টফোনের চেয়ে বন্দুক সস্তা

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৬, ১৮:০৫

অনলাইন ডেস্ক

পাকিস্তানের দারা আদামখেল নামের একটি ছোট শহরে অবস্থিত দেশটির সর্ববৃহৎ অস্ত্র কালোবাজার। সেখানকার অস্ত্রের দোকানগুলোতে গেলে দেখা যাবে শত শত কালাশনিকভ কিংবা এমপি-৫ সাবমেশিনগান ঝুলছে। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, সেখানে আগ্নেয়াস্ত্রের চেয়ে স্মার্টফোনের দাম বেশি। 

দারা আদামখেল শহরটি পেশোয়ার থেকে ৩৫ কিমি দক্ষিণে অবস্থিত। পাহাড় পরিবেষ্টিত এই শহরটি দীর্ঘদিন ধরেই সব ধরনের অপরাধী এবং সন্ত্রাসীদের মিলনস্থল। সেই সোভিয়েত ইউনিয়নের সাথে মুজাহিদিনদের সাথে যুদ্ধকালিন সময় থেকে মুজাহিদিনরা এখান থেকে অস্ত্র কিনত। 

যেখানে মার্কিন সাবমেশিনগান এমপি-৫ এর মুল্য কয়েক হাজার ডলার সেখানে এই শহরে এর দাম মাত্র ৭ হাজার রুপি বা ৬৭ ডলার। স্থানীয় অস্ত্র ব্যবসায়িরা প্রায় নিখুঁতভাবে বানায় এই অস্ত্র। বিখ্যাত কালাশনিকভ মেশিনগানের ক্ষেত্রেও একই অবস্থা।  

স্থানীয় এক অস্ত্র ব্যবসায়ী গুল বলেছেন, তার বানানো কালাশনিকভের দাম পড়ে মাত্র ১২৫ ডলার। এটা বেশিরভাগ স্মার্টফোনের চাইতে কম দাম। গত ১০ বছরে তিনি ১০ হাজারেরও বেশি অস্ত্র বিক্রি করেছেন।