ভারতে বিশ্ববিদ্যালয়ের কোর্সে এবার হ্যারি পটার!

প্রকাশ | ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৩৫

অনলাইন ডেস্ক

কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে কোর্স হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে ‘হ্যারি পটার’সিরিজ। খবর বিবিসি এর

পশ্চিমবঙ্গে কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস) স্নাতক কোর্সের চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অন্তর্ভুক্ত করেছে হ্যারি পটারকে। আন ইন্টারফেস বিটুইন ফ্যান্টাসি ফিকশন লিটারেচার অ্যান্ড ল’ স্পেশাল ফোকাস অন রাউলিং’স পটারভার্স নামে কোর্সটি পড়ানো হবে। কাল্পনিক ঘটনার ক্ষেত্রে আইন কীভাবে কাজ করে বা কতটা কার্যকর, তা জানার জন্যই মূলত এই কোর্স। প্রাথমিকভাবে এটি একটি ঐচ্ছিক বিষয়। পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পরে এটিকে নিয়মিত কোর্স করার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সারা বিশ্বে সমাদৃত জে কে রাউলিংয়ের বিখ্যাত কিশোর রহস্য উপন্যাস ‘হ্যারি পটার’। সিরিজের সাতটি রচনা নিয়ে ইতিমধ্যে নির্মিত হয়েছে চলচ্চিত্র।