স্ত্রীর পায়ে যেন কাদা না লাগে!
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪
স্ত্রীর পায়ে যেন কাদা না লাগে তাই স্ত্রীকে পিঠে বয়ে কর্দমক্ত পথ পাড়ি দেয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী ৫২ বছর বয়সী শেরিং তোবগে।
গত ১১ সেপ্টেম্বর স্ত্রী তাশি দোমাকে পিঠে চড়িয়ে কাদামাখা রাস্তা পার করার ছবি নিজেই টুইটারে পোস্ট করেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী। ছবির ক্যাপশনে শেরিং তোবগে লিখেছেন, হয়তো স্যার ওয়াল্টার র্যালির মতো মহীয়ান নই। কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখতে একজন পুরুষের যা করা দরকার, সেটাই করা উচিত।
শোনা যায়, রানি এলিজাবেথের সামনে কাদামাখা পথে নিজের আলখাল্লা বিছিয়ে দিয়েছিলেন ইংরেজ কবি স্যার ওয়াল্টার র্যালি। যদিও এ ঘটনার সত্যতা জানা যায়নি। নিজেকে র্যালির থেকে নগন্য মনে করলেও ছবির নিচে টুইটের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগেই সবাই প্রশংসায় এগিয়ে রেখেছেন।
তোবগে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট।