হোয়াটসঅ্যাপে আসক্তি, বিয়ে ভাঙল কনের!
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০২
কনের হোয়াটসঅ্যাপ ব্যবহারে বেজায় আসক্তি- এই অভিযোগে বিয়ে ভেঙে দিয়েছে এক বরপক্ষ। ভারতের উত্তর প্রদেশের এমনই এক ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে।
উত্তর প্রদেশের আমরোহা পুলিশের সুপারিনটেনডেন্ট বিপিন টাডা বলেছেন, বরপক্ষ দাবি করেছে, তারাই বিয়েটা বাতিল করেছে। ৫ সেপ্টেম্বর বিয়ের তারিখ ছিল। কনের অতিরিক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভ্যাস আছে। বিয়ের আগেই হবু বরের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর ঘটনাও ঘটেছে। তাই বিয়ে ভেঙে দেয়া হয়েছে।
এদিকে, কনেপক্ষ বলছে উলটো কথা। বরপক্ষের অভিযোগ অস্বীকার করে কনের বাবা উরজ মেহেন্দি বলেন, বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যৌতুকের দাবি। তার অভিযোগ, বিয়েতে বরপক্ষ ৬৫ লাখ রুপি যৌতুক চেয়েছিল। এ কারণে বরপক্ষের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।