টুথপেস্টের টিউবের নিচের রংয়ের চিহ্নের অজানা তথ্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৬, ১৪:৩২

জাগরণীয়া ডেস্ক

প্রতিদিন সকালে  ঘুম থেকে উঠেই সবার আগে  আমরা যে কাজটা করে থাকি তা হচ্ছে দাঁত ব্রাস করা । আর ব্রাস করতে প্রয়োজনীয় জিনিসটি হলো টুথপেস্ট। 

এই  টুথপেস্ট কেউ ভালবাসেন লবঙ্গের ঝাঁজ, তো কেউ ভালবাসেন সল্টি স্বাদ, কারও বা পছন্দ পিপারমেন্টের ফ্রেশনেস। আবার দাঁতের সমস্যায় চিকিৎসকের পরামর্শে কেউ বা ব্যবহার করেন মেডিসিনাল পেস্ট। কিন্তু কোন টুথপেস্ট কীভাবে তৈরি, তা আদৌ আমাদের দাঁতের পক্ষে কতটা উপযোগী তা জানেন না অনেকেই। 

টুথপেস্টের  টিউবের গায়ে নানান রঙের ছোট চারকোনার মতো একটা চিহ্ন থাকে। এই চিহ্ন থেকেই বোঝা যায় ওই টুথপেস্ট কী পদ্ধতিতে তৈরি হয়েছে। সবার সুবিধার্থে টিউবের গায়ের চিহ্নগুলোর কোনটার মানে কী তা জানিয়ে দেওয়া হলো-

কালো রং :  টুথপেস্টের গায়ে কালো রঙের চিহ্ন থাকলে বুঝবেন একটি সম্পূর্ণভাবে কেমিক্যাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

লাল রং :  টুথপেস্টে লাল রঙের চিহ্ন থাকলে বুঝতে হবে সেই পেস্টটি প্রাকৃতিকভাবে তৈরি হলেও তাতে কেমিক্যাল কম্পোজিশনও রয়েছে।

সবুজ রং :  পেস্টের গায়ে সবুজ রঙের চারকোনা চিহ্ন থাকলে বুঝতে হবে এটি ন্যাচারাল টুথপেস্ট।

নীল রং :  নীল রঙের চারকোনা চিহ্ন থাকলে বুঝতে হবে এই টুথপেস্ট ন্যাচারালের পাশাপাশি মেডিসিনালও বটে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত